Daily Gazipur Online

উত্তরায় স্বেচ্ছাসেবকলীগ ক্লাবের ৮ বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা

মোঃবেলায়েত হোসেন সিদ্দিক: রাজধানী উত্তরায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ক্লাবের ৮ বছর পূর্তিতে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনের নেতা কর্মীরা।
শুক্রবার বিকেলে উত্তরা ৩নং সেক্টরস্থ ২নং সড়কের অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়। এসময় সংগঠনের সেচ্ছাসেবকগন মুমূর্ষ রোগীদের বিনামুল্যে রক্ত দানের জন্য সংগঠনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মাসুদ ও সহ-প্রচার সম্পাদক মো. মোস্তফা সরদারকে প্রধান করে ২০ সদস্যের একটি কমিটি গঠন করেন।
কমিটির সিন্ধান্ত অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারী রোববার উত্তরার রাজলক্ষীর অস্থায়ী কার্যালয়ে সারাদিনব্যাপি সেচ্ছায় রক্তদান কর্মসুচি অনুষ্ঠিত হবে।