

মহিউদ্দিন সরকার (স্টাফ রিপোর্টার) : সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উত্তরা হোমিও কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
রাজধানী ঢাকার উত্তরা হোমিওপ্যাথি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীগণ শান্তি-শৃঙ্খলা ও নিরজঞ্জাল ভাবে ডি.এইচ.এম.এস পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এ বছর এ কেন্দ্রের দায়িত্বে রয়েছেন কেন্দ্র সচিব অনিক সাহা, উপ সচিব প্রভাষক ডাঃ হাফিজুর রহমান।
তাদেরকে সহযোগিতা করছেন, কলেজ অধ্যক্ষ ডাঃ আব্দুল আলীম সহ অন্যান্য প্রভাষক – প্রভাষিকাগন। কেন্দ্র সচিব নিয়মিত পরীক্ষা হলে প্রবেশ করে শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। পরিদর্শন করেন প্রতিটি পরীক্ষা কক্ষ। দায়িত্ব কর্তব্যে করেন না তিনি অবহেলা। সরকার কর্তৃক সচিব নিয়োগ ও পরীক্ষা পরিচালনায় তিনি দক্ষ ও অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন বলে ছাত্র-অভিভাবকগণ জানান।
তারা আরো বলেন, সচিব অনিক সাহা সঠিক ও সুন্দর ভাবেই প্রায় ৪শত ছাত্র-ছাত্রীর পরীক্ষা নিচ্ছেন। তার সাথে তিনি উত্তরা হোমিও কলেজের সার্বিক উন্নতিও কামনা করেন।
