
মোঃরফিকুল ইসলাম মিঠু: মাগুরায় দুই মাথাওয়ালা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোনালি বেগম (২৫) নামের এক মা। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। মঙ্গলবার বিকেলে মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে চিকিৎসক মাসুদুল হক ওই প্রসূতির অস্ত্রোপচার করেন।
ডা. মাসুদুল হক বলেন, ‘বিকেল ৪টায় সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম নেয়। জন্মের সময় বাচ্চাটি স্বাভাবিক কান্নাকাটি করেছে। শিশুটির মাথা দুটি। তবে দুটি করে হাত-পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ অন্য নবজাতকের মতো স্বাভাবিক। পৃথিবীতে এ ধরনের জন্ম নেওয়া শিশুর সংখ্যা খুবই কম। শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
এ বিষয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের শিশু চিকিৎসক ডা. জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘সার্জিক্যাল বিষয় হওয়ায় জোড়া মাথার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
শিশুটি বাবা পলাশ মোল্লা বলেন, ‘তার স্ত্রী সোনালি বেগমকে শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করার পর এই কন্যা সন্তানের জন্ম হয়। চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় শিশুটিকে আপাতত ঢাকায় নিতে পারছি না।’
