এবতেদায়ি শিক্ষকদের মানববন্ধন

0
230
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা সরকারীকরণের দাবি জানাচ্ছেন শিক্ষকরা। করোনাভাইরাস মহামারীর মধ্যেও বুধবার একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তারা। বংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষকরা সকল এবতেদায়ি মাদ্রাসা সরকারীকরণের দাবি জানান। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মতো এবতেদায়ি মাদ্রাসাগুলোকে সুযোগ-সুবিধা দেয়াসহ ৭ দফা দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেন সমিতির সভাপতি কাজী মোঃ ফয়জুর রহমান, মহাসচিব কাজী মোখলেছুর রহমানসহ সমিতির নেতারা।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলোর মতো মুজিববর্ষ উপলক্ষে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা সরকারীকরণ, এবতেদায়ি মাদ্রাসার নীতিমালা সংশোধন করে আলিম শিক্ষকের পরিবর্তে এইচএসসি পাস শিক্ষক অন্তর্ভুক্ত করা, কোডবিহীন স্বতন্ত্র মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বর অন্তর্ভুক্তকরণ, প্রাথমিকের ন্যায় স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা, প্রাথমিকের ন্যায় প্রতিটি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, প্রাথমিকের ন্যায় স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং প্রাথমিকের ন্যায় স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাগুলোতে আসবাবপত্র সরবরাহসহ ভবন নির্মাণ করা।
মানববন্ধনে শিক্ষক নেতারা জানান, সরকারীকরণসহ ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে ঈদ-উল-আজহার পর ৯ আগস্ট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী শুরু করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here