
ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রতিবারের ন্যায় এবারও টঙ্গীর ঐতিহ্যবাহী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ এস এসসি পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করেছে। এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ৪৯২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৯০ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৫ জন। এসএসসি পরীক্ষার শীর্ষস্থান অর্জন করায় শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছে।
গত সোমবার অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান জানান, বিগত কয়েকবছর যাবৎ বরাবরই এই স্কুলের শিক্ষার্থীরা ভাল ফলাফল করছে। ক্লাসে শিক্ষকদের সঠিক পাঠদান ও অভিভাবকদের সচেতনতার কারনেই এটা হচ্ছে। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডেও বেশ উন্নতি করছে। তাছাড়া শিক্ষার্থীদের উন্নতি সম্পর্কে অভিভাবকদের কাছ থেকে খোজখবর নেয়া হয়। এতে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
