এবার ‘চাটুকার’ ঠেকাতে পুলিশি নিরাপত্তা চাইলেন খালেদা জিয়া!

0
268
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারামুক্তির পর ‘চাটুকার’ নেতাদের উপচে পড়া ভিড় সামলাতে এবার পুলিশি নিরাপত্তা চেয়েছেন তিনি।
সূত্র বলছে, কারামুক্তির বিষয়ে বিএনপির নেতাদের ব্যর্থতা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ খালেদা জিয়া। এরপরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবেও কিছুটা শঙ্কিত। ফলে বারবার নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য তার বাড়ি ‘ফিরোজা’য় ভিড় জমাচ্ছেন। তিনি দেখা না দিলেও একবার দেখা করার আশায় বাড়ির আশপাশে ঘুরছে নেতারা। এতে ত্যক্ত-বিরক্ত হয়ে খালেদা জিয়া পুলিশি নিরাপত্তা চেয়েছেন।
এরইমধ‌্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পুলিশের নিরাপত্তা চেয়ে আইজিপি বরাবর একটি চিঠি দেয়া হয়েছে। চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত এ চিঠিটি আইজিপি বরাবর দেয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপির প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, চিঠির অনুলিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি এবং এসবি বরাবরও দেয়া হয়েছে।
দীর্ঘ ২৫ মাস কারাবন্দী থাকার পর ছয় মাসের জন্য মুক্তি পাওয়ার পর করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হোম কোয়ারেন্টাইনে আছেন বিএনপি প্রধান। পরিবারের সহায়তায় অবশেষে মুক্তি পাওয়ায় দলের নেতাদের ওপরে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ। তাই আপাতত কারো সঙ্গেই দেখা করতে চান না তিনি। কিন্তু কতিপয় ‘চাটুকার’ নেতাদের অতিউৎসাহ কমাতে তিনি পুলিশি সহায়তা চেয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here