এবার হুইল চেয়ার পেল প্রতিবন্ধী ইন্দ্রজীৎ ঢালি

0
206
728×90 Banner

খুলনা প্রতিনিধিঃ এবার হুইল চেয়ার পেল ডুমুরিয়া থানার শোভনা ইউনিয়নের বারুই কাঠি গ্রামের হত দরিদ্র ভুমিহীন কৃষক বিমল ঢালির পুত্র প্রতিবন্ধী ইন্দ্রজীৎ ঢালি। “মানব” সংগঠনের উদ্দোগে  রক্তের সন্ধানে এবং ওরা এগার জন এবং কুমিল্লার বাসিন্দা প্রবাসি সাগরের আর্থি ক সহযোগিতায় হুইল চেয়ার প্রদান করা হয়। হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন শোভনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার আব্দুল গনি এবং  “মানব” সংগঠনসহ অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ। এ ছাড়াও পরিবারের সদস্যসহ স্থানীয়  আরও অনেকে উপস্থিত ছিলেন।এ প্রসঙ্গে সরদার  আব্দুল গনি বলেন সমাজে যারা বিত্তশালী তাদের উচিৎ এ সকল অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।উল্লেখ্য, এর আগে একই ভাবে ডুমুরিয়া থানার মাদারতলা গ্রামের প্রতিবন্ধি প্রিন্স গাইন কে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here