
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ′′মুক্তিযুদ্ধের চেতনায়, সোনার বাংলা গড়তে ′′জনপ্রিয় অনলাইন টেলিভিশন এল টিভি ২৪ এর সহ-সম্পাদক হলেন জনাব এম এ সামাদ।
এম এ সামাদ বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করছেন। পাশাপাশি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করছেন এবং তিনি দৈনিক জনসংযোগ পত্রিকার সম্পাদক ও এলটিভি (আন্তর্জাতিক টিভি) বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
পড়াশুনা, সাংবাদিকতার পাশাপাশি তিনি ওয়াল্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।
তিনি আমাদের এলটিভি ২৪ কে জানান,মুক্তিযুদ্ধের চেতনা লালন করে যেভাবে এলটিভি ২৪ চলছে এবং প্রতিনিধি গন যে ভাবে নিউজ সংগ্রহ করছে খুব অল্প সময়ের মধ্যে ভাল অবস্থানে যাবে বলে তিনি আশা করেন।
পরিশেষে সবার কাছে দোয়া চান এবং বর্তমান পরিবেশে অপ্রয়োজনীয় বাসা থেকে না বের হওয়ার আহবান করেন।
