

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রতিবারের ন্যায় এবারো গাজীপুর জেলায় সেরা ফলাফল অর্জন করেছে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির মোট ৭০৭ জন এসএসসি পরীক্ষার্থীর সকলেই এবছর উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন। টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের মোট ৪১৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। পাসের হার ৯৭ ভাগ। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের মোট ৫০১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। পাসের হার শতকরা ৯৩.৬২ ভাগ।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জনই জিপিএ-৫ পেয়েছে। রোববার এ ফলাফল প্রকাশের পর মাদরাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার শুরু হয়। অপরদিকে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত আরো দু’টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবারের মতো এবারো ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এদের মধ্যে ঢাকা যাত্রাবাড়িস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ৩৬৬ জন দাখিল পরীক্ষার্থীর ১৯৯ জন জিপিএ-৫ এবং ঢাকার মাতুয়াইলে অবস্থিত তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার ২০৫ জন পরীক্ষার্থীর ১০১ জনই জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ উত্তীর্ণ হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভালো ফলাফলের জন্য তা’মীরুল মিল্লাত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মিজানুর রহমান এ জন্য মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।
