এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

0
93
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গতকাল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ; গতবার পাশের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড; সর্বনিম্ন পাশের হার সিলেট বোর্ডে। আগের দুই বছরের ধারাবাহিকতায় এবারও এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও পাশের হারে মেয়েরা এগিয়ে আছে। এবার ছাত্রদের পাশের হার ৮১.৫৭ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩.৭৭ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৮ শতাংশ। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী; গত বছর ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল; ২০২২ সালে জিপিএ-৫ পেয়েছিল আড়াই লাখের বেশি শিক্ষার্থী। এসব তথ্য এবং আনুষঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে পরীক্ষা পদ্ধতির সংস্কারে যথাযথ পদক্ষেপ নিতে হবে, যাতে শিক্ষার মান বৃদ্ধি পায়। আমাদের শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান না বাড়লে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়বে।
জানা যায়, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ৪৮টি। এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মূল সমস্যা কী, তা খতিয়ে দেখার পাশাপাশি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে। উদ্বেগের বিষয় হলো, দেশে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে না। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য চাহিদা অনুযায়ী মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পদক্ষেপ নিতে হবে।
বস্তুত দেশের শিক্ষা খাতের মূল সমস্যাগুলো চিহ্নিত, কী করণীয়, তাও বহুল আলোচিত। দেশে সৃজনশীল পদ্ধতিতে পাঠদানের ক্ষেত্রে বড় এক সমস্যা বহু শিক্ষকের অদক্ষতা। মেধাবীরা শিক্ষকতা পেশায় আগ্রহী না হলে শিক্ষার গুণগত মান কাঙ্ক্ষিত মাত্রায় বাড়বে কি না, সন্দেহ থেকেই যায়। এসব সমস্যার সমাধানে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষার্থীদের গাইড বই ও কোচিং সেন্টারের বৃত্ত থেকে বের করার উপায় খুঁজে বের করতে হবে। কেবল ভালো ফল নয়, অধ্যয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নির্মল চরিত্র গঠনও হওয়া উচিত শিক্ষার অন্যতম উদ্দেশ্য। বস্তুত মানসম্মত পাঠদান ভালো ফলাফলে বিশেষ ভূমিকা রাখে। কাজেই আমাদের পাঠদান ও পরীক্ষা পদ্ধতি নিয়ে যেসব প্রশ্ন রয়েছে, সেদিকেও নজর দিতে হবে। বিভিন্ন বয়সি মানুষের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি বর্তমানে মহামারির মতো ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ মাদকের মতোই তরুণদের নেশাগ্রস্ত করছে। প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা কোনোভাবেই যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে না পারে, এটা নিশ্চিত করা জরুরি। এ অপশক্তির প্রভাব থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া দরকার।
লক্ষ করা গেছে, এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফল অর্জন করা সত্ত্বেও বহু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল থেকে যে বিষয়টি স্পষ্ট হয়, তা হলো আমাদের দেশের শিক্ষার্থীদের শিক্ষার ভিত মোটেই সন্তোষজনক নয়। কাজেই শিক্ষার গুণগত মান বাড়াতে যা যা করণীয়, সবই করতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here