এস আর মাল্টিমিডিয়ার পৃষ্টপোষকতায় মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাটবিন্টন প্রতিযোগিতা

0
118
728×90 Banner
নিজস্ব প্রতিবেদক : এস আর মাল্টিমিডিয়া প্রডাকশন হাউজের পৃষ্টপোষকতায় ও হুজুরের বাড়ী যুব সমাজের আয়োজনে সায়দাবাদ দরবার শরীফ রোডে শুক্রবার সন্ধায় ‘ক্রীড়া শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাটবিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ টুনামেন্টের উদ্বোধন ও মোনাজাত পরিচালনা করেন দেওয়ান মোঃ সাইদুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও এস আর মাল্টিমিডিয়া প্রডাকশন হাউজের সত্বাধিকারী এডভোকেট শাহিদা রহমান। টুনামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন রায়হান সিমান্ত, হিরা মামুন, শাহ্ হাবিব, রবিউল হক, বাদল ভূইয়া, অপুর্ব, মনির, স্বাধীন দেওয়ান, হিমেল দেওয়ান, ইব্রাহিম, নাসিরম, শিশির, রাসেল, নাসির, রাব্বি, স্বাক্ষর, রাজ, সজল, মসিউর, আজমির, আরাফাত, সানি, জীবন, প্রান্ত শাহেদ, মোঃ সুরুজ দেওয়ান, মোঃ জুয়েল দেওয়ান, হাজী মোঃ ইয়াকুব আলী, মোঃ আনোয়ার দেওয়ান, মনির হোসেন (বড়), হিমেল দেওয়ান প্রমুখ।
টুনামেন্ট উদ্বোধনকালে দেওয়ান মোঃ সাইদুর রহমান বলেন, খেলাধুলা মন ও শরীরকে যেভাবে সতেজ রাখে, সেভাবেই খারাপ কাজ থেকে দূরে রাখে। কিশোর ও যুবকদের একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হতে হবে।  তিনি দোয়া ও মোনাজাতে মহান বিজয় অর্জনে যাদের আত্মত্যাগ তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজ সব সময় ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে সমাজকে সচেতন করতে বিভিন্নমুখী কর্মসূচি পালন করে থাকে। প্রধান অতিথি আগামী দিনেও সকল ইতিবাচক বিনোদন ও ক্রীড়া কর্মকান্ডকে উৎসাহ দিতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here