ওজনে কারচুপি: ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইর মামলা

0
185
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়। বিএসটিআই থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্ত ২টি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স তালুকদার ফুডস এন্ড বেকারীর চিড়া ভাজা পণ্যের নাম ও মূল্য সুস্পষ্টভাবে উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এছাড়াও একই এলাকার মেসার্স রাজধানী মিষ্টান্ন ভাণ্ডার এর পাউরুটি পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় এবং ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
বিএসটিআইর এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিম এর নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. রাকিবুল আলম অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here