Daily Gazipur Online

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বিশিষ্ট্য ব্যবসায়ী ও শিল্পপতি, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান, বরেন্য ক্রীড়া সংগঠক এবং মোহামেডান স্পোর্টিং লিমিটেড এর সম্মানিত সাবেক সভাপতি মোহাম্মদ ওবায়দুল করিম এর জন্য ক্লাব প্রাঙ্গনে আজ ০৫ অক্টোবর, ২০২০ সোমবার সকালে কুরআন খতম ও বাদ আছর তাঁর আশুরোগ মুক্তি কামনা চেয়ে মিলাদ ও দোয়া করা হয়। এর সাথে অত্র ক্লাবের পরিচালক জনাব মোস্তফা কামাল, স্থায়ী সদস্য রেজাউর রহমান সোহাগ এছাড়াও অন্যান্য স্থায়ী সদস্য ও খেলোয়াড় যারা অসুস্থ রয়েছে তাদের রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়। সাম্প্রতিক সময়ে অত্র ক্লাবের যারা মৃত্যুবরন করেন আব্দুল মোনেম লিঃ এর চেয়ারম্যান মরহুম আব্দুল মোনেম (সাবেক সভাপতি), মাহমুদুল হাসান আলাল (স্থায়ী সদস্য), স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় মরহুম নওশেরুজ্জামান এবং লুৎফর রহমান। এছাড়াও এস.এম. সালাউদ্দিন আহম্মেদ, নুরুল হক মানিক ও মোস্তফা মহসীন মন্টু (সাবেক ফুটবল খেলোয়াড়) এবং এ.এস.এম. ফারুক (সাবেক ক্রিকেট খেলোয়াড়) ও এহতেশাম সুলতান (সাবেক হকি খেলোয়াড়) সহ অন্যান্য স্থায়ী সদস্য ও খেলোয়াড়গন যারা মৃত্যুবরন করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা চেয়ে দোয়া চাওয়া হয়।