
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : কাদেরিয়া চিশতিয়া পরিষদের উদ্যোগে এলাকার গরিব দুস্থ পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। ২০ জুন এ উপলক্ষে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুহাম্মদ নাহিম উদ্দীন রিকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাদেরীয়া চিশতীয়া পরিষদের সাবেক সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ নাছির উল্লাহ। উদ্বোধক ছিলেন পরিষদের সাবেক সভাপতি ও উপদেষ্টা মাস্টার মুহাম্মদ সিরাজ উদ্দীন লিটন। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক নাছির উল্লাহ বলেন, ধনী-গরিব বলে কোনো বিশেষ শ্রেণির আলাদা মর্যাদা নেই। বরং যারা গরিব ও সুবিধাবঞ্চিত দেশ ও সমাজে তাদেরই বেশি মর্যাদা পাওয়া উচিত। গরিবদের শ্রমে-ঘামে দেশ টিকে আছে। তাদের কারণে অর্থনীতি সচল থাকছে। তাই দরিদ্রদেরকে পেছনে ঠেলে দেয়ার সুযোগ নেই। তিনি বলেন, তিন দশক ধরে কাদেরিয়া চিশতিয়া পরিষদ ধর্মীয় ও মানবিক কাজে সক্রিয় রয়েছে। করোনা মহামারীর মত দুর্যোগের সময়ে বিত্তবানদেরকেও গরিব দুস্থ মানুষের জীবনযাত্রার উন্নয়নে দুই হস্তকে প্রসারিত করার আহ্বান জানান তিনি। মুহাম্মদ আসিবুর রিসাদ ফাহিম এর পরিচালনায় বক্তব্য রাখেন মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ ফজলুল আমিন জুয়েল, মুহাম্মদ জালাল উদ্দিন রিফাত, মুহাম্মদ নাঈমুর রিশাদ, মুহাম্মদ সাইদুর রহমান নাবিল, মুহাম্মদ জাকারিয়া হাসান তানভীর, মুহাম্মদ জোনায়েদ হোসেন লিমন ও মুহাম্মদ জুনায়েদ বাবু ইমন প্রমূখ।
