
হলধর দাস,নরসিংদী থেকে : করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে ঘরে রাখা ও সচেতনতা সৃষ্টি করতে নরসিংদী জেলা পুলিশের সাড়াশী অভিযান অব্যাহত রয়েছে। নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার)পিপিএম এর নির্দেশে ৩ এপ্রিল শুক্রবার নরসিংদী সদরসহ, পলাশ, মাধবদী, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে লোক সমাগম ও গণজমায়েত রোধ, সামাজিক দূরত্ব বজায় রাখা, কাঁচা বাজার, চিকিৎসা ও জরুরী সেবা ব্যতিত অন্য সকল প্রতিষ্ঠান যাতে কেউ খোলা রাখতে না পারে সেই লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় সকলকে নিজ নিজ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হয়। জরুরী প্রয়োজনে বাইরে কেউ বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য সকলকে আহবান জানানো হচ্ছে মাইকিং এর মাধম্যে।
