করোনার উপসর্গে নড়াইল সদর হাসপাতালে একজনের মৃত্যু,৩২জনের করোনা শনাক্ত

0
144
728×90 Banner

নড়াইল প্রতিনিধি: জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নড়াইলের লোহাগড়ায় কুটি মিয়া নামের একব্যক্তি মারা গেছেন। কুটি মিয়া করোনার উপসর্গ নিয়ে গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুরে নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন এবং ওইদিন (সোমবার) রাতেই মারা যান তিনি।
এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২জনের করোনা শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন বলেন, এর মধ্যে নড়াইল সদরে ১৩জন, লোহাগড়ায় ১৮জন এবং কালিয়া উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১জন পুলিশ সদস্য ও ১০জন চিকিৎসকসহ মোট ৪২৩জনের করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ১০চিকিৎসকসহ ১৮৫জন সুস্থ হয়েছেন এবং আট জন মারা গেছেন।
আক্রান্তদের মধ্যে ১৫জন হাসপাতালে ও অন্যরা নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here