
ডেইলি গাজীপুর প্রতিবেদক: চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা নিবাসী দিল মুহাম্মদ (৬১) করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হসপিটালে ৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)। গাউসিয়া কমিটি বাংলাদেশ এর ফ্রি এ্যাম্বুলেন্স সেবাদানকারী টিম হাসপাতাল থেকে মৃত ব্যক্তিকে রাউজান নিজ বাড়িতে পৌছে দিলে বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক করোনা কালীন দাফন কাফনের জন্য গঠিত টিম এর সমন্বয়ক উত্তর জেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ ইছমাইল হোসেনের ইমামতিতে জানাযা, কাফন ও দাফনে অংশ নেন উত্তর জেলা যুবসেনার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ আমান, যুবনেতা আব্দুস সাত্তার, জেলা ছাত্রসেনার সাধারন সম্পাদক আজাদ রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল হোসেন সুমন, চিকদাইর ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক স¤্রাট আকবর প্রমুখ।
