
মোহাম্মদ আলম : পশ্চিমাদের জীবাণু ব্যবসা মানব ইতিহাসের সব থেকে নিষ্ঠুর খেলা। পরিতাপের বিষয় এই খেলায় বিশ^ মোড়ল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রত্যেকে নিজ দেশের নাগরিকদের গিনিপিগ হিসাবে ব্যবহার করতেও দ্বিধা করেনি। আর সারাবিশে^ করোনা মহামারি জুজু ছড়িয়ে ব্যবসা ফেঁদেছে। মরার উপর খাড়ার ঘা ‘লকডাউন’। যেহেতু পশ্চিমাদের ভান্ডার অর্থ বিত্তে পরিপূর্ণ, সেহেতু লকডাউন নামে বস্তুটি তাদের জন্য কোন বিড়ম্বনা নয়। এক মাস বা বছর তাদের ব্যবসা বাণিজ্য স্থবির থাকলেও কোন সমস্যা হয়নি। ভান্ডার থেকে সামান্য নিজ নাগরিকদের দ্বারে দ্বারে পৌছে দিয়ে সব ঠান্ডা রেখেছে। নাগরিকরাও খুশি বসে বসে সরকারি খানাপিনা খেয়ে। আর মাস শেষে ব্যাংক একাউন্টে নগদ প্রাপ্তিতে। সমস্যা হয়েছে দরিদ্র দেশ এবং সেসব দেশের নাগরিকদের জন্য। ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় দেশের অর্থনীতি তালানিতে ঠেকেছে। আর কর্ম হাড়িয়ে নাগরিকরা অর্ধাহারে অনাহারে দিন গুজরান করছে।
করোনার শুরু থেকেই ওইসব বুর্জুয়াদের ব্যবসা কিন্তু বন্ধ ছিলো না। প্রথম ব্যবসা শুরু মাস্ক দিয়ে। সম্ভবত বিশে^র আট’শ কোটি মানুষের জন্য আট লাখ কোটি মাস্ক বানানো হয়ে গেছে। আর এই মাস্কের পুরো বাণিজ্যই পশ্চিমাদের পকেটে। বিশেষকরে করোনা বাণিজ্যে চীনের অর্থনীতি আরো ফুলে ফেঁপে উঠেছে। তারপর করোনা পিপিই। করোনা কিট। অক্সিজেন। আইসিইউ। সবকিছুতে পশ্চিমাদের এক চেটিয়া আধিপত্য। দরিদ্র দেশের মুষ্টিমেয় বুর্জুয়া শ্রেনী পশ্চিমাদের কিঞ্চিত দয়া দাক্ষিন্য পায় বৈকি। তবে তাদের সেই কিঞ্চিতও সুইস ব্যাংকে জমার নামে ফের পশ্চিমেই বিনিয়োগ হয়।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমের অভিযোগ ওহানের ল্যাবে কোভিড-১৯ ভাইরাসের সৃষ্টি এবং সেখান থেকে বিস্তার। যদি এমনটা হয়। তবে মানতে হবে কোন যুদ্ধ বিগ্রহ না লাগিয়েও চীনের এই বাণিজ্য কৌশল তাদের জন্য লাভজনক বৈকি। এখন পশ্চিমারা এই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত। বলা হচ্ছে করোনা যুক্তরাজ্য ভ্যারিয়েন্ট, ভারতীয় ভ্যারিয়েন্ট, ব্রাজিল ভ্যারিয়েন্ট। তারপর এলো ডেল্টা , আলফা, ডেল্টা প্লাস। হয়ত আরো আসবে ডেস্ট্রয়, ডেঞ্জারাস নানা বিধি ভ্যারিয়েন্ট। যত ভ্যারিয়েন্ট তত ব্যবসা। যতটা না বাস্তবে তার চেয়ে অনেক গুন বেশী মানুষের মাঝে মুর্তিমান আতংক ছড়ানো হচ্ছে। এসবই ব্যবসা। এখন ওহান ভাইরাসের মাধ্যমে বিশ^ মোড়লরা চিকিৎসা কিটের রমরমা ব্যবসা ফেঁদেছে।
যুদ্ধ বিগ্রহ লাগিয়ে অস্ত্র বাণিজ্য পশ্চিমাদের বহু পুরনো খেলা। সা¤্রাজ্য বিস্তারকারী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার সমৃদ্ধি অর্জনের হাতিয়ার যুদ্ধ ব্যবসা। সেই মধ্য যুগ থেকেই সাম্রাজ্যবাদিরা এই যুদ্ধ ব্যবসা নিজেদের সমৃদ্ধির হাতিয়ার বানিয়েছে। প্রথমে সম্পদশালী দূর্বল দেশ দখল নিয়ে লুটতরাজ চালানো হতো। অটোমান, গ্রীক, মোঘল, যুক্তরাজ্য, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া এসব সা¤্রাজ্যবাদিরা তারই নজির রেখেছে পৃথিবীতে। এর পর দৃশ্যপটে হাজির যুক্তরাষ্ট্র। তাদের বাণিজ্য কায়দা একটু ভিন্ন। দ্বিতীয় বিশ^যুদ্ধ থেকেই তাদের আধিপত্য শুরু। হিটলারের নেতৃত্বে অক্ষশক্তি দমাতে তারা যুদ্ধের নামে সারা বিশ^টাকে করতলগত করে নেয়। এর পর একের পর এক প্রতিবেশী রাষ্ট্রের মাঝে যুদ্ধ লাগিয়ে অস্ত্র ব্যবসা করেছে। আর যুক্তরাষ্ট্রকে সঙ্গ দিয়েছে ইউরোপ ও লাটিন আমেরিকার দোসররা। জাতিসংঘ নামে খয়ের খাঁ সামিতির মাধ্যমে এই যুদ্ধ বাণিজ্যকে বৈধ করে নিয়েছে।
চীনও এই খেলায় কম যায় না। সব কিছু ছাপিয়ে গেছে মহামারি আকারে করোনা জীবানু বাণিজ্য। পশ্চিমাদের দাবি অনুযায়ী, যদি কোভিড-১৯ জীবাণুর চীনের কোন ল্যাবে সৃষ্টি হয়ে থাকে তবে তারা এই জীবানু বাণিজ্যে শতভাগ সফল। কারন বিশে^র সব থেকে জনবহুল দেশ হয়েও চীনে আক্রান্ত ও মৃত্যু একেবারেই নগন্য। তার মানে করোনা প্রতিরোধের সব ব্যবস্থাই তাদের ছিলো। পশ্চিমারা চীনের এই নব্য সা¤্রাজ্যবাদি বাণিজ্য খেলা বুঝতে বুঝতে তাদের প্রযুক্তগত ত্রæটি জনসাধারণের সামনে ধরা পরেছে। সামান্য একটি জীবানু কোভিড-১৯ ছেড়ে দিয়েই চীন তাবত বিশ^কে নাস্তানাবুদ করেছে। চীনের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে আক্রান্ত ও মৃত্যু দুই ক্ষেত্রে সবার উপরে যুক্তরাষ্ট্র। তার মানে যুক্তরাষ্ট্র নিজেকে যতটা সুরক্ষিত ও সব্যসাচি ভাবে বাস্তবে তা নয়। তার মাঝে অনেক ফাঁকা বুলি রয়েছে। যুক্তরাষ্ট্র তার নিজ দেশের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা দিতেই অপারগ। বিশে^র প্রশ্নই আসে না। চীন সেদিক থেকে বেশ এগিয়ে। যুদ্ধ না করে বা যুদ্ধ না লাগিয়েও বিশ^ অর্থনীতিতে এটা চীনা মডেল বাণিজ্য। ভবিষ্যতে হয়ত পৃথিবীতে এমন আরো অনেক নতুন বাণিজ্য মডেল আমাদের জন্য অপেক্ষা করছে।
এবার আসা যাক টিকা প্রসঙ্গে। বিশ^ মোড়লদের করোনা বাণিজ্যের স্বরুপ আরো ভালোভাবে দেখতে পাচ্ছি টিকা নিয়ে দরকষাকষিতে। একদিকে করোনা মহামারি ছড়িয়ে বিশ^ মানবতাকে বিপর্যস্ত করা হয়েছে। এখন টিকা নিয়ে বাণিজ্য মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকু কেড়ে নেবার পায়তারা চলছে। টিকার ৯৫ ভাগই উন্নত ধনী দেশগুলো বুকিং দিয়ে রেখেছে। টিকা উৎপাদনে বিশে^র এক নম্বর দেশ ভারতও নিজ দেশের মানুষকে টিকা দিতে পারছে না। জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য নিজ দেশের নাগরিকের সংখ্যার চাইতেও বেশী টিকা বুকিং দিয়েছে। ১২ কোটি নাগরিকের দেশ জাপান টিকা বুকিং দিয়েছে ৪৪ কোটি। যুক্তরাষ্ট্রসহ জি-৭ বলছে তারা ১০০ কোটি ডোজ টিকা অপেক্ষকৃত দরিদ্র দেশগুলোকে সরবরাহ করবে। তবে এখানে তারা শর্ত জুড়ে দিচ্ছে। সবশেষ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তেমনটাই বলেছেন। টিকার বিনিময়ে বিশ^ ফোরামে তাদের ভোট দিতে হবে। এটাই পশ্চিমা মোড়লদের স্বরুপ। আসতেও কাটে যেতেও কাটে।
মনে কির, করোনা ভাইরাস নিয়ে এত আতংকিত হবার কিছু নেই। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত সফলভাবে করোনা মোকাবেলা করেছে। এখনো করে যাচ্ছে। বিশ^ পরিসংখ্যানেই তা স্পষ্ট। সারা বিশে^ এক বছরে করোনায় মারা গেছে ৩৫ লাখ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল আর ভারতেই এর প্রায় ২০ লাখ। বুর্জুয়াদের আবিস্কৃত ভাইরাসে তাদের জনসাধারণই প্রথমে হতাহত হয়েছে। তাই করোনা নিয়ে ওরাই মেতে থাক না। করোনার চাইতেও ভয়ংকর হচ্ছে সিগারেট বা মাদক। এটাওতো পশ্চিমাদের আবিস্কার। সিগারেট বা মাদক জাতীয় ক্যান্সারে আক্রান্ত হয়ে বছরে মারা যায় ৮০ লাখের বেশী মানুষ। পাশাপাশি মাদক সংশ্লিষ্ট সহিংসতায় হত্যা হচেছ আরো লাখ লাখ মানুষ। সিগারেট বা মাদক কিন্তু বন্ধ হচ্ছে না। এটাকে বিশে^র যুবক শ্রেনীর কাছে এতটাই জনপ্রিয় করা হয়েছে যে এখন আর এর জন্য বিজ্ঞাপনও দিতে হয় না। প্রতিদিন ভোক্তা এবং আক্রান্ত বেড়েই চলেছে।
সবশেষে একজন সচেতন নাগরিক হিসাবে সরকারের কাছে এটাই আবেদন রাখবো। আপনারাও হয়ত সবই জানেন ও বুঝেন। তবে সমাজের মতই বিশ^ সমাজের বাহিরে কিছু করাও হয়ে উঠে না। তবে এটুকু অনুরোধ করবো। লকডাউন নামে প্রহসনে না যাওয়াই ভালো। কারন এটা এখন প্রমাণিত লকডাউন বা বিধি নিষেধ করোনা প্রতিরোধ বা বিনাশ কোনটাই করতে পারেনি। তাহলেতো আর যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ব্রাজিলে এত মানুষ মারা যেত না। লকডাউন না দিয়ে কিভাবে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন যাপনে অভ্যস্ত করা যায় তা ভেবে দেখুন। কারন বুর্জুয় গোষ্ঠি এত সহজে করোনা থেকে মানুষকে নিস্তার দেব বলে মনে হচ্ছে না। তারা নিত্য নতুন দরকষাকষি করবে। সব কিছুই বাণিজ্য। এ কথা সত্য বাংলাদেশের মানুষ করোনাকে আর ভয় করে না। আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর একটা কথা এখন সত্যি সত্যি যুক্তিসঙ্গত মনে হচেছ। আমরা করোনার চাইতেও শক্তিশালী।
