করোনা প্রতিরোধে গনপরিবহনে সচেতনামূলক লিফলেট ও হাতধোয়া

0
171
728×90 Banner

এম এ আজিজ, ময়মনসিংহ: ভীতি নয়,করোনা ভাইরাসে প্রতিরোধে সচেতন হউন,নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখতে সহায়তা করুন’’ এই শ্লোগানে ময়মনসিংহে গনপরিবহনে সচেতনামূলক কার্যক্রম ও লিফলেট বিতরন করা হয়েছে।
ময়মনসিংহ মটর মালিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বিকালে নগরীর পাট গুদাম ব্রীজ বাস স্ট্যান্ডে করোনা প্রতিরোধে মালিক, চালক, সহকারী চালক ও যাত্রীদের মাঝে সচেতনতা রোধে গনপরিবহনে সচেতনা মূলক লিফলেট বিতরন ও হাত ধোয়া কার্যক্রম সিটি মেয়র ইকরামূল হক টিটু উদ্বোধন করেন, এ সময় মটর মালিক সমিতির নেতা বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গালিব খান ও অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত করোনা সন্দেহে ৩০৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে ও একজনকে ৮দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম শুক্রবার সকাল পর্যন্ত বিদেশ ফেরত ৩০৯ জনকে হোমে কোয়ারেন্টাইনে রাখার খবর নিশ্চিত করেছেন।
এদিকে ময়মনসিংহের মুক্তাগাছায় মালোশিয়ায় ফেরত প্রবাসী সরুজ আলী নামে এক ব্যাক্তি হোম কোয়ারেন্টাইনে নিয়ম না মানায় বৃহস্পতিবার ভ্রমাম্যমান আদালত তাকে ৮দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, ঈশ্বরগঞ্জে আবুল খায়ের নামে বিদেশ ফেরত এক যুবককে অবাধ বিচরণ করায় ভ্রাম্যমান আদালত কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন। তাকে ময়মনসিংহ শহরের সূর্যক্লান্ত হাসপাতালে (এসকে হাসপাতাল) কোয়ারেন্টাইন ইউনিটিটে রাখা হয়েছে। সরুজ আলীর স্ত্রী আঞ্জুমালা স্বামীকে লুকিয়ে রেখে ভ্রাম্যমান আদালতের সাথে অসৌজনমূলক আচরন করার অপরাধে আঞ্জুমালাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণ সরকার জানিয়েছেন।
অপরদিকে বুধবার ঈশ্বরগঞ্জে আবুল খায়ের নামে বিদেশ ফেরত এক যুবককে অবাধ বিচরণ করায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নর্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনে তাকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন।
জেলা ও উপজেলায় করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের টিম গঠনসহ নানা প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here