Daily Gazipur Online

কলাপাড়ায় এমপি মহিব সংবর্ধিত

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবকে সবংর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া নেছারুদ্দিন ফাযিল মাদ্রাসার উদ্যোগে এ সবংর্ধনা দেয়া হয়। মাদ্রাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল কাইউম সভাপতিত্ব করেন। সংবর্ধিত সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার প্রমুখ। এমপি মহিব বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রত্যেকটি মাদ্রাসায় আধুনিক ভবন নির্মান করা হচ্ছে। এজন্য সরকারের সকল উন্নয়ন কাজে এগিয়ে আসতে হবে।