

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, প্রকৃত গণতন্ত্র ছাড়া ন্যায় বিচার আশা করা যায় না। কাঙ্খিত সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্্ের আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহŸান জানিয়ে বলেন, সময় খুব কাছে চলে এসেছে, ঐক্যবদ্ধ থাকুন, কামিয়াবী আসবেই।
টঙ্গী পশ্চিম থানার ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহŸায়ক প্রভাষক বসির উদ্দিন, সাবেক আহŸায়ক শেখ মো. আলেক, গাজীপুর মহানগর ওলামাদলের সাবেক সভাপতি মাওলানা আব্দুস সামাদ, মহানগর তাঁতী দলের আহŸায়ক মো. তাজুল ইসলাম বেপারী, বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান, আব্দুস সালাম, আক্তারুজ্জামান নূর, মো. আবু শাকের, মো. আমির হোসেন, মো. ইউসুফ আলী সরকার, শরিফ সরকার, মো. মোতাহার হোসেন, বাবুল চৌধুরী, সোহেল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্্ের মসজিদের খতিব হাফেজ মাওলানা আসিফ বিন হারুন।
