
এস,এম,মনির হোসেন জীবন : বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ( কোভিড-১৯) প্রেক্ষাপটে কাতারে আটকে পড়া ৩৯৫ জন প্রবাসী বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে করে তারা আজ রাতে দেশে ফিরছেন।
আজ শুক্রবার বাংলাদেশ বিমানের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে কাতারের দোহা বিমানবন্দর ত্যাগ করেছেন। কাতার থেকে ওই বিমানে করে ৩৯৫ জন বাংলাদেশি যাত্রী বহন করে আজ রাত ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে।
বিমানের এই উর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, গত বৃহস্পতিবার ওই চার্টার্ড ফ্লাইটটি ২৭৬জন যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ইতালির রোমে যায়। সেখান থেকে দোহা হয়ে ফেরার পথে কাতারে আটকে পড়া ৩৯৫ বাংলাদেশি নাগরিককে নিয়ে আজ দেশে ফিরছেন।
এদিকে,কাতারস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান আজ গনমাধ্যমকে জানান,বিশেষ ফ্লাইটটি প্রথমে ঢাকা থেকে ইতালি যাবে এবং পরবর্তীতে ইতালি থেকে ফেরার পথে দোহা থেকে কাতার প্রবাসী যাত্রী নিয়ে বাংলাদেশে পৌঁছবে।
তিনি আরও জানান, এই বিশেষ ফ্লাইটে বিজনেস ক্লাসে প্রতিটি টিকেটের মূল্য ২ হাজার ২৪৫ রিয়াল। এছাড়া ইকোনমি ক্লাসের প্রতিটি আসনের মূল্য ১ হাজার ৫৭৫ রিয়াল নির্ধারণ করা হয়।
অপর দিকে, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ আজ গনমাধ্যমকে জানান, প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। এরই অংশ হিসেবে দ্বিতীয় বিশেষ ফ্লাইট পরিচালনা করেছি দূতাবাস ও বিমানের যৌথ উদ্যোগে। তাছাড়া চলতি মাসে যাত্রীদের চাপ বেশি হলে তাদের দুর্ভোগ কমাতে আরও দুইটি ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে।
তিনি আরও বলেন, দূতাবাসে অনলাইন আবেদনের মাধ্যমে গত ১০ জুন বিমানের প্রথম বিশেষ ফ্লাইটে ৪০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
