

অলিদুর রহমান অলি: গাজীপুর মহানগরের গাছা থানার ৩৬ নং ওয়ার্ড কাথোরা এলাকার স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। কাথোরা মোহাম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন, আলহাজ্ব আব্দুল্লাহ-আল মামুন মন্ডল। এলাকার নারী সমাজ যাতে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিবেদিত করতে পারে সে লক্ষে এলাকার শিক্ষিত ও সচেতন সমাজ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত করেন,এবং ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়। দক্ষ পরিচালনা পরিষদ দ্বারা প্রতিষ্ঠাটি পরিচালিত হয়ে আসছে। যার ফলশ্রুতিতে পাবলিক পরীক্ষাগুলোতে বরাবরই ভাল ফলাফল করে আসছে এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এছাড়াও খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে অবদান রেখে আসছে প্রতিষ্ঠানটি।
প্রতি বছরই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ গঠিত হয়ে থাকে। এবারেই সভাপতির পদে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস, গাসিক ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, সাবেক কাউন্সিলর ও শিক্ষক মাওলানা জিনাতুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সুপার আবু হানিফ, চান্দপাড়া দারুওালীম মাদ্রাসার সুপার মাওলা মোকতার হোসেন, জমিদাতা ওমর ফারুক অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, জমিদাতা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে সাবেক ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর, গাছা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ- কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে সমর্থন করেন এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের সুপার আবু হানিফ।
এগার সদস্য বিশিষ্ঠ পরিচালনা পরিষদের অন্য সদস্যরা হলেন, দাতা সদস্য মেহেদী আনিছ, অভিভাবক সদস্য, দাখিল শাখায় মাওলানা আঃ হান্নান, জুলহাস, বেলায়েত হোসেন, ইবতেদায়ী শাখায় লুৎফর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য উমরিন।
শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, বিল্লাল হোসেন তালুকদার, মানসুর রহমান, নূরুন্নাহার। নির্বাচিত পরিচালনা পরিষদ আগামী ২ বছর তাদের দায়িত্ব পালন করবেন।
