
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড কাথোরা মোহাম্মদীয়া বালিকা দাখিল মাদ্রাসার ৩ কোটি টাকা ব্যায়ে চারতলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমীক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার বিকেলে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ৩৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আমির হোসেন রাহাত, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য এস এম শামীম আহমেদ, কাথোরা মোহাম্মদীয়া বালিকা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু হানিফ, গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পুষ্পা আক্তার মায়া, রুহুন নেছা রুনা, গাছা থানা কৃষকলীগের নবনির্বাচিত সভাপতি শাহজালাল তরুন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, কৃষকলীগ নেতা লিটন মোল্লা, জুয়েল আহমেদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মশি, ইসমাইল হোসেন, আমান উদ্দিন সরকার, শফিকুল ইসলাম শফিক, যুবলীগ নেতা হুমায়ুন কবির রাজ, হুমায়ুন কবির, এম এম সুহেল রানা, গাছা থানা ছাত্রলীগের সভাপতি শেখ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মানিক হোসেন পাঠান প্রমুখ। চারতলা ভবন পেয়ে কাথোরা মোহাম্মদীয়া বালিকা দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রী, অভিভাবকরা ব্যাপক খুশি।
