
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০১৮ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ১৫ জুলাই সোমবার দুপুর ১টায় কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
গাজীপুরের ইসলামিক ফাউন্ডেশন এর মাস্টার ট্রেইনার মোঃ নূরে আলমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলার ১১ ইউনিয়নের মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহ প্রমুখ।
উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৩৫১ কেন্দ্রের শিক্ষক থেকে ৩ জন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নির্বাচিত শিক্ষকরা হলো মোঃ কালাম উদ্দিন, মিজানুর রহমান ও মাসুদা। এছাড়াও প্রতি বছরের মতো কোরআন শিক্ষার উপরে বিশেষ অবদান রাখায় প্রত্যেক কেন্দ্র থেকে ১০ জনকে পুরস্কার দেওয়া হয়।
