কাপাসিয়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা

0
190
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ার তারাগঞ্জ সূর্যোদয় স্পোটিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট লীগের ফাইনাল খেলা ১৫ মার্চ, শুক্রবার বিকালে তারাগঞ্জ এইচ এন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোঃ মাশরাফি বিন মর্তুজা এম পি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মুহাম্মদ আশরাফুল আলম খোকনের উদ্বোধণীর মধ্যদিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা বিকেলে শুরু হয়। ২০ ওভারের খেলায় তারাগঞ্জ ফ্রেন্ডস্ ক্রিকেট ক্লাব এবং কালীগঞ্জের একুতা কিশোর সংঘ অংশগ্রহণ করে। খেলায় তারাগঞ্জ ফ্রেন্ডস্ ক্রিকেট ক্লাব ৭ উইকেটে ২৬৭ রান করে চ্যাম্পিয়ণ হয়। একুতা কিশোর সংঘ ১৯৭ রানে অল আউট হয়ে যায়। খেলায় স্পন্সর ছিল মিনিস্টার ফ্রিজ কোম্পাণী।
অনুষ্ঠিত খেলা শেষে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোঃ মাশরাফি বিন মর্তুজা এমপি চ্যাম্পিয়ণ দলের হাতে একটি ১৬ সিএফটি মিনিস্টার ফ্রিজ এবং রানার আপ দলের হাতে একটি এলইডি স্মার্ট টিভি তুলে দেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানপূর্ব আলোচনায় মোঃ মাশরাফি বিন মর্তুজা এমপি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশী ক্রিকেটাররা অক্ষত থাকায় মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করেন এবং অন্যান্য নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। হামলার সময় বাংলাদেশী ক্রিকেটারদের নিয়ে একটি বাস ওই মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছিল। মাশরাফি স্থানীয় ভাবে যুবকদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে সাধুবাদ জানান এবং ক্রিকেট একাডেমি স্থাপনে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করতে হলে শিশু-কিশোর ও যুব সমাজকে খেলার মাঠে আনতে হবে। প্রচেষ্টা থাকলে একদিন এ মাঠ থেকেই জাতীয় দলে নেতৃত্ব দিবে।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মুহাম্মদ আশরাফুল আলম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আজগর রশীদ খান, তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ বোরহান উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাড. আমানত হোসেন খান, কলেজ গর্ভনিংবডির সদস্য জাহিদুল হক দিলিপ, শরিফুল আলম শামীম, জেলা যুবলীগ নেতা নূরেআলম সুমন খন্দকার, সূর্যোদয় স্পোটিং ক্লাবের সভাপতি শিবলু আলম সোহেল প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here