
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগীতায় গতকাল শনিবার বিনামুল্যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপিং পরীক্ষা, সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্য সেবা ক্যাম্পে ২৫০ জন গর্ভবতী মাকে সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপির প্রচেষ্ঠায় কাপাসিয়া উপজেলা কে নিরাপদ মাতৃমৃর্ত্যু মুক্ত করার লক্ষে এ আয়োজন করা হয়েছে।
