কাপাসিয়ায় দুই বালুখেকোকে লাখটাকা জরিমানা

0
263
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কাপাসিয়ায় পুরাতন ব্র্হ্মপুত্র নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে দুই জনকে এক লাখ টাকা অর্থদন্ড করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা জানান, উপজেলার সনমানিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় দুইজনকে অর্থদন্ড করা হয়েছে। তারা হলেন উপজেলার ধানদিয়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মোঃ সজিব ও একই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মোঃ শফিকুল ইসলাম।
তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এছাড়া সিংহশ্রীতে ও বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। সম্প্রতি বানার নদী থেকে মাটি কাটায় একচনকে জরিমানা করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ঘ) ধারায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। সেই সাথে জব্দকৃত বালু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদৎ হোসেন মাস্টারের নিকট জিম্মায় দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here