
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল হক।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমানে সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার সৈয়দা রাফিয়া সুলতানা, মোঃ আসলাম উদ্দিন, শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, প্রধান শিক্ষক এমদাদুল হক, সাদেক হোসেন, আলমগীর হোসেন, মমতাজ উদ্দিন প্রমুখ।
