Daily Gazipur Online

কাপাসিয়ায় বইপড়া কর্মসূচির বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া উপজেলায় তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বছরব্যাপী স্কুল ভিত্তিক বইপড়া কর্মসূচির বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বিকাল ৩ ঘটিকা থেকে ঘন্টাব্যাপী উপজেলার বিভিন্ন স্কুলে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১১ ইউনিয়নের ৬৭ টি বিদ্যালয়ের ১৬৮০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ কন্যা সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসের রিমি এমপি’র উদ্যোগে ২০১৭ সাল থেকে উপজেলায় এ বই পড়া কর্মসূচী চালু হয়।
তাজউদ্দীন উদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশান ছাত্রছাত্রীদের জন্য পরিচালিত বইপড়া কর্মসূচি আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কলেজ ছাত্রছাত্রীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে।