
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ‘ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১১ জুলাই বৃহস্পতিবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুর রহিমের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা : ইসমত আরা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, কর্মকর্তা আবদুস সালাম প্রমূখ। পরে পুরস্কার বিতরণ করা হয়।
কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ব্যাংককে চিকিৎসাধীন থাকার কারণে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে জোরদার করতে কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে একযোগে কাজ করে সেবার মান আরো বাড়াতে হবে। এজন্য জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সরকারের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহŸান জানান।
তিনি আরো বলেন, দেশে বর্তমান জনসংখ্যার দুই-তৃতীয়াংশ কর্মক্ষম। বয়স কাঠামোর এই পরিবর্তন আমাদের সামনে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুফল অর্জনের সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ কাজে লাগানোর জন্য মানুষকে দক্ষ জনশক্তি তথা মানবসম্পদে পরিণত করার বিকল্প নেই।
উল্লেখ্য, ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবার ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। তারই ধারবাহিকতায় নানা আয়োজনের মধ্যদিয়ে এ বছর বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করেছে।
