
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কাপাসিয়া উপজেলা শাখার সহ সভাপতি ও বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী কাপাসিয়া শাখার সভাপতি নসিমা আক্তার হালিম আসন্ন কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যাক্ত করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি বলেন আমি নারীদের উন্নয়নে ও স্বাবলম্ভী হতে কাজ করছি। বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি মহোদয় চাইলে আমি প্রার্থী হতে পারি।
তাঁর স্বামী কাপাসিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম খোকন, তিনি কাপাসিয়ার ঐতিহ্যবাহি রাজনৈতিক পারিবার প্রয়াত আওয়ামীলীগ নেতা খালেদ খুররম পরিবারের একজন সদস্য। উপজেলা আওয়ামীলীগের প্রায় কর্মকান্ডই পরিচালিত হয় তার বাসভবনে।
এ পদে প্রার্থী হতে আগ্রহী জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম শিল্পি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রওশন আরা সরকার, প্রয়াত আ’লীগ নেতা এবিএম জামশেদ আলীর কন্যা কানিজ ফাতেমা জেসমিন, উম্মে সুমাইয়া শিখা, প্রয়াত বীর মুক্তিযোদ্বা আ: হাই চেয়ারম্যানের কন্যা আমেনা খাতুন মুনমুন ।
