আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: রফিকুল ইসলামের কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল গতকাল সন্ধ্যায় থানা ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় কালে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ ইভটিজিং-মাদক-জুয়া-সন্ত্রাস জঙ্গিবাদ ও সামাজিক অপরাধ কর্মকান্ড প্রতিরোধে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সাংবাদিকদের যে কোন তথ্য প্রদান করা হবে। এজন্য সরসরি আমার সাথে অথবা ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করার জন্য তিনি সাংবাদিকদের আহবান জানান। সাংবাদিকদের সবসমই সহযোগীতা করা হবে।
তিনি আরো জানান, অতিদ্রæত সময়ে টোক পুলিশ তদন্ত কেন্দ্রের কাজ শুরু হবে। সেখানে ৯৯ শতাংশ জমির প্রয়োজন কিন্তু আমাদের আছে ৪৭ শতাংশ । তাই কাজ করতে বিলম্ব হচ্ছে।
বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ(তদন্ত) রাজীব কুমার দাস, সাংবাদিক শেখ তমিজ উদ্দিন খোকা,সঞ্জিব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন, এফএম কামাল হোসেন, শামসুল হুদা লিটন, মো: আসাদুজ্জামান সাদ, নুরুল আমীন সিকদার, বেলায়েত হোসেন শামিম, নুরুল ইসলাম ফরিদ, আসাদুল্লাহ মাসুম প্রমুখ।
এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন অফিসার ইনচার্জ(অপারেশন) মো: মনিরুজ্জামান ।