কাপাসিয়ায় ‘সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজে’ শিক্ষাবর্ষ শুরু

0
1053
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় প্রতিষ্ঠিত ‘সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজে’ শিক্ষাবর্ষ শুরু হয়েছে। ১ জুলাই সোমবার থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের প্রথম ক্লাস। কলেজটিতে এখন বিরাজ করছে উৎসব মূখর পরিবেশ। প্রথম ব্যাচে ভর্তি হওয়া ১২৫ শিক্ষার্থীর পদচারণায় মূখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। গতবছরের ২৭ অক্টোবর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি কলেজটির ভবন উদ্বোধন করেন। ওই সময় তিনি স্থানীয় সংসদ সদস্য ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি’র ঐকান্তিক প্রচেষ্টা ও দাবীর প্রেক্ষিতেই এই এলাকায় এ নার্সিং কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছিলেন। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে কলেজটিকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের সহধর্মীনি আওয়ামী লীগের দূর্দিনের কাÐারী ‘সৈয়দা জোহরা তাজউদ্দীন’র নামে নামকরণ করা হয়েছে।
সকাল দশটায় প্রায় শতভাগ উপস্থিতি নিয়ে শুরু হয় প্রথম দিনের ক্লাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা প্রথমদিনের ক্লাসে নিজেদের মধ্যে পরিচিত হন। পরিচিত হয় শিক্ষক মন্ডলিদের সাথেও। কিশোরগঞ্জ এলাকা থেকে আসা শিক্ষার্থী একরাম হোসেন জানায়, সরকারী ভাবে নার্সিং পড়ার সুযোগ পাওয়ায় সে নিজেকে ধন্য মনে করছে।
সিরাজগঞ্জ থেকে আসা আজিজা খাতুন বলেন, এই কলেজটি বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মভ‚মিতে তারই সহধর্মীনি সৈয়দা জোহরা তাজউদ্দীনের নামে প্রতিষ্ঠিত। এমন একটি কলেজে পড়ার সুযোগ পেয়ে আমি নিজেকে স্বার্থক মনে করছি। নেত্রকোনা থেকে আসা এনামুল হক জানায়, কাপাসিয়ার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত ভাল। কলেজটি পড়াশুনা করার মত একটি উপযোগী স্থানে প্রতিষ্ঠিত। আমার ধারণা এখানে পড়াশুনা করে নার্সিং জীবনে মানুষের সেবার শতভাগ মানষিকতা নিয়ে কাজ করতে পারবো।
স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, নার্সিং কলেজের শুভ শুচনায় আগত শিক্ষার্থীদের আমি স্বাগত জানাই। এখানে যারা পড়াশোনা করবে তারা যেন শুধুমাত্র সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। নার্সিং সেবা মানবতার সেবা, যারাই এখানে পড়াশোনা করবে তারা মানব সেবার সংকল্প নিয়ে পড়াশুনা করবে বলে আমি আশাবাদী। মানব সেবায় ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর মতো তারা যেন আলো জ¦ালাতে পারে। এই শুভদিনে আজ এটাই আমার চাওয়া ও প্রার্থণা। বর্তমান সরকার একটা সুখি সমৃদ্ধিশালী সমাজ গড়তে চান। যেখানে মানুষ তার মৌলিক অধিকার গুলো পরিপূর্ণ ভাবে ভোগ করার সুযোগ পাবেন। স্বাস্থ্যসেবা সেই মৌলিক অধিকারের অন্যতম প্রধান উপাদান। কলেজটি চালু হওয়ায় তা অনেকাংশে পুরন হবে। এই প্রতিষ্ঠানটি যেমন মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটাবে, তেমনি ঘটবে মানব সম্পদেরও উন্নয়ন। বর্তমান সরকার পরিকল্পিত ভাবে জনগনের মৌলিক চাহিদা পুরনের জন্য যে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এই নার্সিং কলেজ।
নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহা-পরিচালক তন্দ্রা শিকদার জানান, সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের কার্যক্রম চালু হওয়াতে স্বাস্থ্যখাতে দক্ষ জনবলের নতুন দ্বার উম্মোচিত হলো। এখানে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি কোর্স চালু করা হয়েছে। প্রথম সেশনে ১২৫ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছে। আমরা আশাবাদী এই কলেজ থেকে সুদক্ষ নার্স তৈরি করতে সক্ষম হবো। তারা দেশে ও দেশের বাইরে মানুষের স্বাস্থ্য সেবা দিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে।
উদ্বোধনী ওরিয়েন্টেশনে প্রভাষক মরিয়ম বেগমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুন নাহার বেগম। বিভিন্ন নিয়ম কানুন তুলে ধরেন প্রভাষক রিনা পারভিন ও প্রভাষক জাকির হোসেন।
কাপাসিয়ার মানুষের স্বাস্থ্যসেবার জন্য একমাত্র সরকারি হাসপাতাল হচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তার সাথে যোগ হয়েছে ‘সৈয়দা জোহরা তাজউদ্দীন নাসিং কলেজ’। উপজেলার বেশির ভাগ গ্রামের সাধারণ মানুষ গুলো আর্থিক ভাবে স্বচ্ছল নয়। তাই কেউ অসুস্থ হলেই তাদের একমাত্র ভরসা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে রোগির ভীর সামলাতে ডাক্তার ও নার্সদের হিমসিম খেতে হয়। অসহায় লাখো মানুষের স্বপ্ন হলো, নার্সিং কলেজটি চালু হওয়ায় বর্তমানে কর্মরত নার্সদের পাশাপাশি শিক্ষানবীশ নার্সদের কিছুটা হলেও বাড়তি সেবা পাবেন তারা। অপরদিকে শিক্ষাগত যোগ্যতা ও ইচ্ছে থাকা সত্বেও পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় অনেকের পক্ষেই ঢাকায় গিয়ে নার্সিং পড়া সম্ভব হয়না। তারা এখন সরকারি খরচেই বিএসসি নার্সিং পড়ার স্বপ্ন দেখছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানার ভিতরেই নির্মাণ হয়েছে কলেজটি। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করে আশপাশে তৈরী হচ্ছে নতুন নতুন উন্নতমানের দোকানপাট। ফলে এলাকায় বিভিন্ন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির পাশাপাশি দূর হবে অনেকের বেকারত্ব।
নাসিং কলেজের পাশে ডে-নাইট ফার্মেসীর মালিক জাহাঙ্গীর আলম জানায়, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার, তার সাথে নার্সিং কলেজ চালু হয়েছে। ফলে এলাকার সাধারণ মানুষ অধিক স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here