
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: সামনে পবিত্র ঈদুল ফিতর, আর সর্ব শ্রেণির লোকদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে হতদরিদ্রদের মাঝে কাপাসিয়ার জাগরণ ফাউন্ডেশন ঈদ সামগ্রী বিতরণ করেছে। ৩১ মে শুক্রবার দুপুরে বারিষাব ইউনিয়নের গিয়াসপুর জাগরণ ফাউন্ডেশন কার্যালয়ে চার শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিবছরের ন্যায় সংগঠনের পক্ষ থেকে চার শতাধিক দরিদ্র বিভিন্ন বয়সের নারী পুরুষদের মধ্যে সেমাই, চিনি, তৈল, ডাউল, সাবান,দুধ, চাউল বিতরণ করা হয়। সংগঠনটি প্রতি বছরও ঈদ সামগ্রী বিতরণ করে থাকে। প্রতি রক্তদান, অসহায় দরিদ্রদরে সহায়তা প্রদান, গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান করে জাগরণ ফাউন্ডেশন।
জাগরণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদির মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বারিষাব ইউনিয়ন আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন তারা মিয়া, ইউপি সদস্য সেলিম প্রধান,ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান বাবু, শামিম আকন্দ, হারুন অর রশিদ মোত্তাকিন প্রমূখ।
