আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া( গাজীপুর)প্রতিনিধি : বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আ স ম হান্নান শাহ্’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে কোরআন খানি, আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর, রোববার উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নে হান্নান শাহ্’র নিজ বাড়িতে বিএনপি ও পরিবারের পক্ষ এ অনুষ্ঠান হয়।
সকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ফকির মো: এমদাদুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বিএনপির নেতা কাজী আফতাব, অ্যাডভোকেট সারোয়ার হোসেন প্রমুখ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকেলে ভার্চুয়াল মিটিং এ গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য তিনি ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তারিখে সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।