
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবকে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান ২৫ জুলাই বৃহস্পতিবার সকালে তাঁর দপ্তরে আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন। ফলে চেয়ারম্যানের পবিত্র হজ¦ গমনের পূর্বে প্রেসক্লাবকে সহায়তা প্রদানের প্রতিশ্রæতির বাস্তবায়ন হলো।
কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের ২০ হাজার টাকার চেক গ্রহনের সময় প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ্, সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক জাকির হোসেন কামাল, গোলাম সারোয়ার, আকরাম হোসেন রিপন। এ ছাড়া ইউনিয়ন পরিষদ সদস্য জামাল উদ্দিন, আফজাল হোসেন সৈয়দ, মোফাজ্জল হোসেন, ঠিকাদার আলম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের সাংবাদিক বান্ধব চেয়ারম্যান, সদস্য, সচিব ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেন।
