কাফরুলে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এ এস আই নিহত

0
199
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ছিনতাইকারী ধরতে গিয়ে আলিফ পরিবহনের একটি বাসের চাপায় ডিএমপির কাফরুল থানার এক সহকারী উপ-পুলিশ পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে । তার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি এক বছর ধরে এই থানায় কর্মরত ছিলেন। নিহতের গ্রামের বাডি পাবনা জেলার, সাঁথিয়া থানায় । বুধবার (১৮ মার্চ) দিনগত রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বাসটি জব্দ করলেও চালককে গ্রেফতার করতে পারেনি । প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুজ্জামান। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাডে আটটার দিকে এএসআই জাহাঙ্গীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের ধরতে যান। তাকে দেখে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনিও দৌডে দেন । এ সময় দ্রুতগতির আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয় । পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওযয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here