ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক এলাকায় একটি ওষুধ কারখানার ওয়েস্টেজ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
গুরুতর আহত টঙ্গী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সোহেলকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনির পক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন সোমবার দুপুরে দলবল নিয়ে বিসিকের রেডিয়েন্ট ওষুধ কারখানার ওয়েস্টেজ মালামাল আনতে যায়। এ সময় শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকারের পক্ষে সাবেক টঙ্গী থানা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন এমকম দলবল নিয়ে বাধা দেয়।
এ সময় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে গাজী সালাহউদ্দিন গ্রুপ ফাঁকা গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের সালাউদ্দিন গ্রুপকে হটিয়ে দেয়। পরে গাজী সালাহউদ্দিন গ্রুপ এলাকায় ত্রাস সৃষ্টি করে ওয়েস্টেজ মালামাল নিয়ে যায়।
এ সময় সংঘর্ষে সাবেক টঙ্গী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সোহেল (৩৫), থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রনি (৩৫), সোহান (২৫), সাবেক ছাত্রদল নেতা সাব্বির (২৬) ও জামাল (৩০) আহত হন। আহতরা সালাউদ্দিন সরকারের সমর্থক বলে জানা গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন বলেন, কারখানা কর্তৃপক্ষ আমার সঙ্গে লিখিত চুক্তি করেছে। আমার লোকজন বৈধভাবে মাল আনতে গেলে কতিপয় লোক বাধা দেয়। এ সময় তাদের হামলায় আমার দুইজন লোক আহত হয়েছে। তবে ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না বলে দাবি করেন।
যোগাযোগ করা হলে সাবেক টঙ্গী থানা (অবিভক্ত) যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন এমকম বলেন, আমাদের দলের কিছু লোক আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বিসিকের একটি কারখানা থেকে ঝুট নিয়ে যাচ্ছে খবর পেয়ে আমরা সেখানে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের ৫ জন আহত হয়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, বিসিকে একটি কারখানার ওয়েস্টেজ মাল নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার খবর পেয়েছি। তবে গুলি ও ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা কেউ বলতে পারেনি।
কারখানার ওয়েস্টেজ নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ-গুলি, আহত ৫
