ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী খাঁপাড়া রোডের এসকে টাওয়ারের সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানায় ভাঙচুর, আটকে রেখে কর্মকর্তাকে মারধর ও তৈরির পোশাক চুরির অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা আনিছুর রহমান বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ৩৯ জন এজাহারনামীয়সহ অজ্ঞাত আরও ২০০-৩০০ শ্রমিককে আসামি করে মামলা করেন। এ ঘটনায় রেজাউল করিম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তেজিত শ্রমিকরা কারখানার আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ লাখ টাকা ও ৪২ লাখ টাকার তৈরি পোশাক লুটে নিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষতিসাধন করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আসামিরা হলেন- ওই কারখানার শ্রমিক শাহাদাৎ হোসেন (২২), আব্দুর রশিদ (২৪), লিমা আক্তার (২০), খোরশেদ আলম (২৯), শরিফুল ইসলাম (২৯), লিটন (২৭), রেজাউল করিম (৪০), রাসেল (২১), রিপন মিয়া (৪৭), বাদল চন্দ্র বর্মন (৪০), মোসা. ফরিদা (৩৮), সোহেল রানা (২৫), রানা মিয়া (৩৯), ফারুক ইসলাম (২৫), সাগর মিয়া (২৫), ইব্রাহিম খাজী (২৭), নজরুল ইসলাম (২১), উজ্জল মিয়া (২৬), রিটন (৪৩), রাজু মিয়া (২৭), রিয়াদ মিয়া (২৫), কামাল (২৮), আব্দুর রহমান (২৯), সাব্বির (২৪), জামিউল ইসলাম (২৬), নারগিস (২৯), লিমা (৩৬), ওয়াহিদ মিয়া (৩০), আলেহা (৩৪), শাহাদাৎ শেখ (৩০), সুজন মিয়া (২৩), হাবিব মিয়া (২২), রোকন মিয়া (৩৯), রত্না আক্তার (৩৫), নাইম আলী (২৩), আছিয়া খাতুন (৩১), রাকিব হাসান (২০), নাজমুল হোসেন (২৭), মহসিন (২৭)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আনিছুর রহমান জানান, শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন গত সোমবার দেওয়ার কথা ছিল; কিন্তু রমজান মাসে ব্যাংকিং কর্মঘণ্টা কম হওয়ায় ওই দিন নির্ধারিত সময়ে আরটিজিএস করতে না পারায় পরের দিন মঙ্গলবার সকাল ১০টায় শ্রমিকদের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় প্রবেশ করে উৎপাদন কাজ বন্ধ রেখে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার দাবি-দাওয়া নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-ময়মনসিংহ রাস্তায় অবস্থান নেন। এ সময় কারখানার নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন উত্তেজিত শ্রমিকদের কারখানায় প্রবেশ করার আহবান জানালে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার দ্বিতীয়তলার প্রশাসনিক বিভাগে ঢুকে থাইগ্লাস, সিসি ক্যামেরা, চেয়ার টেবিল, কম্পিউটার, কার্ড পাঞ্চ মেশিন, অফিস ডেকোরেশনে ব্যাপক ভাংচুর চালায় এবং একই ফ্লোরের প্যাকিং সেকশন থেকে প্রায় ১০০০ পিস তৈরি প্যান্ট নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে কারখানার নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনকে উত্তেজিত শ্রমিকরা বেদম মারধর করে আহত করেন এবং অন্যান্য কর্মকর্তাদের প্রশাসনিক বিভাগে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
টঙ্গীতে কারখানায় ভাঙচুর-মারধর-চুরি, ৩ শতাধিক শ্রমিকের নামে মামলা
