ডেইলি গাজীপুর প্রতিবেদক:আজ বৃহস্পতিবার কারিতাস ইআরডিভি প্রকল্প টঙ্গী অফিসের উদ্যেগে মাদকাসক্ত ও যৌনকর্মী রিকভারী ব্যক্তিদের ক্ষুদ্র ব্যবসার জন্য পুজি সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস উদ্যম প্রকল্প টঙ্গী অফিসের উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, মো: মুমিনুর রহমান, কারিতাস উদ্যম প্রকল্পের মাঠকর্মকর্তা শফিকুল ইসলাম, দিলদার হোসেন, রূপারায় প্রমূখ। রিকভারী ব্যক্তিদের ব্যবসা পরিচালনা করে জীবন মান উন্নয়ন করতে আশা পোষন করেন। ইত্যেমধ্যে নিজের সামান্য টাকা দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। মাদকাসক্ত রিকভারী ব্যক্তিরা বলেন সুস্থ জীবনে ফিরে আসার জন্য কারিতাস আমাদের সহায়তা প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কারিতাসের উদ্যম প্রকল্প টঙ্গী অফিসের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
