
ডেইলি গাজীপুর প্রতিবেদক :কারিতাস উদ্যম প্রকল্পের টঙ্গী অফিসের উদ্যেগে সোমবার ২৫ অক্টোবর ভেজাল খাদ্য প্রতিরোধে এবং পুষ্টি বিষয়ে সচেতনতাবৃদ্ধিমুলক করণীয় শীর্ষক নেটওয়ার্ক ফোরাম সভা অনুষ্ঠিত হয়।
নেটওর্য়াক ফোরাম সভাটি ‘‘মনটেজ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট’’ হল রুমে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আহসান উল্লাহ মাষ্টার সরকারি জেনারেল হাসপাতালের ডাঃ মোঃ খায়রুল কবির (রাজীব),অধ্যক্ষ-মনটেজ পলিটেনিক্যাল ইন্সটিটিউটের মো: আলাউদ্দিন,কারিতাস ঢাকা অঞ্চল প্রকল্প ইনচার্জ (উদ্যম) ফরিদ আহাম্মদ খান, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল ,সমাজসেবা কর্মকর্তা মো: খোরশেদ আলম,শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন, টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫৬নং ওয়ার্ড সভাপতি হাজী আহসান উল্লাহ,শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো নূরুজ্জামান রানা, মো: শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, নোয়েল পাপ্পু দাস। এছাড়াও প্রধান শিক্ষক, নতুন কুড়ি বিদ্যানিকতেন, আশরাফ টেক্সটাইল স্কুল, আঃ মালেক মুন্সি উচ্চ বিদ্যালয়, লিটল কেয়ার স্কুল, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ, জ্ঞানবিকাশ উচ্চ বিদ্যালয়, নিশাত ল্যাবরেটেরী স্কুল, ব্যাসিক ন্যাশানাল প্রি- ক্যাডেট স্কুল, পাগাড় সূর্যদয় স্কুল ,বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) প্রতিনিধি, কেয়ার বাংলাদেশ, ব্র্যাক, সাজেদা ফাউন্ডেশন, ওর্য়াল্ডভিশন, কর্মজীবি নারী, নগরমাতৃসদন, আরবান, শক্তি ফাউন্ডেশন, আওয়াজ, বারাকা, বাংলাদেশ টেক্সটাইল ওর্য়াকার এন্ড ফেডারেশন, সাংবাদিক, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, সমাজ সেবক, সরকারি স্বাস্থ্য কর্মী, ধর্মীয় প্রতিনিধি ,ক্লাস্টার ফোরামের লিডারবৃন্দ, উদ্যম প্রকল্পের কর্মীবৃন্দ।
নেটওর্য়াক ফোরাম সভায় কারিতাস উদ্যম প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম এর স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন ফরিদ আহাম্মদ খান, প্রকল্প ইনচার্জ (উদ্যম),কারিতাস ঢাকা অঞ্চল। নেটওর্য়াক ফোরাম সভায় ৫৬জন উপস্থিত থাকেন।
নেটওর্য়াক ফোরামের সদস্যরা উপস্থিত সকল অংশগ্রহণকারী উদ্যম প্রকল্পের কার্যক্রমের সাথে সংহতি প্রকাশ করেন।ভেজাল খাদ্য বিরোধী সামজিক আন্দোলন গড়ে তুলা, স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মসূচির সাথে পুষ্টি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান।
ডাঃ মোঃ খায়রুল কবির বলেন , কারিতাস উদ্যম প্রকল্পের কার্যক্রম ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে। শহিদ আহসান উল্লাহ মাষ্টার সরকারি হাসপাতালে একটি পুষ্টি কর্ণার রয়েছে। সেখানে উপকারভোগীদের রেফার করার জন্য বলেন। তিনি আরো বলেন যে, পুষ্টি সংক্রান্ত কার্যক্রমে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।
সরকারি সমাজসেবা কর্মকর্তা মো: খোরশেদ আলম বলেন , আজকের সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত একটি দৃষ্টান্ত, যা আমার নিকট ব্যতিক্রম মনে হয়েছে। উদ্যম প্রকল্পের কার্যক্রম দ্রুত বিভিন্ন কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে। উদ্যম প্রকল্পের মাধ্যমে মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে যাচ্ছে। আমি উদ্যম প্রকল্পের দাতা কারিতাস লুক্সেমবার্গকে ধন্যবাদ জানাই।
শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষকবৃন্দ বলেন যে, স্কুলের ছাত্র/ছাত্রীদের পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতন করা খুবই জরুরী, আজকে সভায় পুষ্টি সম্পর্কে অনেক বিষয় জানতে পেরেছি, যা আগামীদিনে ছাত্র/ছাত্রীদের সাথে পুষ্টির সচেতনতামূলক ম্যাসেজ গুলো সহভাগিতা করতে পারবো। পথ শিশুদের লেখা পড়ার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিব। পথ শিশুদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করা হবে।
আমরা পুষ্টি সম্পর্কে অনেক তথ্য জানতাম না। এখান থেকে শিক্ষনীয় বিষয়গুলো বাড়ি গিয়ে প্রথমে আমাদের পরিবারের সদস্যদের পুষ্টি সম্পর্কে সচেতন করবো। আমাদের প্রতিষ্ঠানের সহকর্মীদের সাথেও পুষ্টির ম্যাসেজ গুলো জানাতে হবে।
যে সকল প্রতিষ্ঠানগুলো দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেন, তাদের সাথে উপকারভোগীদের লিংকেজ করে দেওয়ার ব্যস্থা নেওয়া।
