

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কারিতাস উদ্যম প্রকল্পের টঙ্গী অফিসের উদ্যেগে আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর ২০২২) ভেজাল খাদ্য প্রতিরোধে এবং পুষ্টি বিষয়ে সচেতনতাবৃদ্ধিমুলক করণীয় শীর্ষক নেটওয়ার্ক ফোরাম সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস উদ্যম প্রকল্প টঙ্গী অফিসের উদ্যোগে টিএন্ডটি কলোনী আদশ উচ্চ বিদ্যালয়ে নেটওয়ার্ক ফোরাম সভা আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম পিপিএম, মহিলা কমিশনার হামিদা বেগম, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, নগর মাতৃসদনের ক্লিনিক ম্যানেজার ডা. আসমা আক্তার মিতু, টঙ্গীস্থ শারিরীক প্রতিবন্ধী সমাজসেবা অধিদপ্তরের নির্বাহী পরিচালক ফকরুল ইসলাম,মনটেজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ বোরহান উদ্দিন রব্বানী, টিএন্ডটি কলোনী আদশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান, মেধা বিকাশ স্কুলের প্রধান শিক্ষক সোহেল ভূইয়া, ক্যামব্রজি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: শাহাবুদ্দিন, নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয় এর রঞ্জিত চন্দ্র দাশ, টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫৬নং ওয়ার্ড সভাপতি হাজী আহসান উল্লাহ, সাংবাদিক মহিউদ্দিন সরকার,কর্মজীবি নারীর মমিনুর রহমান, উদ্যম প্রকল্পের ক্লাষ্টার লিডারবৃন্দ কারিতাস উদ্যম প্রকল্পের মাঠকর্মকর্তা শফিকুল ইসলাম,নোয়েল পাপ্পু দাশ,বিভিন্ন এনজিও ব্র্যাক, সাজেদা ফাউন্ডেশন, কর্মজীবি নারী, কেয়ার বাংলাদেশ, ওয়ালভিশন, স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক বৃন্দ, ও সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ।
