Daily Gazipur Online

কারিতাস উদ্যম প্রকল্পের টঙ্গী অফিসে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কারিতাস ঢাকা অঞ্চল কর্তৃক বাস্তবায়িত উদ্যম প্রকল্পের টঙ্গী অফিসের উদ্যোগে গতকাল সোমবার স্থানীয় জনগনের আর্থিক অনুদানে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপাস্থিত থাকেন উপদেষ্টা কমিটির সদস্য নাসির উদ্দিন বুলবুল , উপদেষ্টা কমিটির সদস্য আনিস আহমেদ, রিকভারী শাহাজাদা রতন, রাজু আহমেদ, কারিতাস উদ্যম প্রকল্পের মাঠকমকতা ও কর্মীবৃন্দ।


আর্থিক সহায়তা প্রদান
অপর দিকে সোমবার বিকেলে কারিতাস ইআরডিভি প্রকল্প টঙ্গী অফিসের উদ্যেগে মাদকাসক্ত রিকভারী ব্যক্তির ব্যবসা পরিচালনা করা জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস উদ্যম প্রকল্প টঙ্গী অফিসের উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, মো: মুমিনুর রহমান , কারিতাস উদ্যম প্রকল্পের মাঠকর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ। রিকভারী ব্যক্তিদের ব্যবসা পরিচালনা করে জীবন মান উন্নয়ন করতে আশা পোষন করেন। ইত্যেমধ্যে নিজের সামান্য টাকা দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। মাদকাসক্ত রিকভারী ব্যক্তিরা বলেন সুস্থ জীবনে ফিরে আসার জন্য কারিতাস আমাদের সহায়তা প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।