নাসির উদ্দীন বুলবুল: আজ শুক্রবার গাজীপুরের কালীগঞ্জে কারিতাস ঢাকা অঞ্চল পরিচালিত কারিতাস শীতলক্ষ্যা মোবাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ৬মাসের (এপ্রিল-সেপ্টেম্বর ২০২৪) কোর্স সমাপনী এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানটি কালীগঞ্জের চড়াখোলা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিও। সভাপতিত্ব করেন চড়াখোলা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাস উদ্যম প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা ফরিদ খান, প্রধান প্রশিক্ষক ফিলিপ সরদার, প্রশিক্ষক সোনিয়া গমেজ, অনিতা রত্ন, স্কুল ব্যবস্থাপনা কমিটি এবং ক্রেডিটের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ প্রমুখ। এলাকার বেকার যুবত যুবতীদের নিয়ে তিনটি ট্রেড কোর্স টেইলারিং ১৪জন, অটোমেকানিক ১২জন এবং বিউটিফিকেশনে ২২জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ইতোমধ্যে তারা কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের দিকে নিয়োজিত হচ্ছে। স্থানীয় অনুদান হিসেবে ক্রেডিট ইউনিয়ন হতে ১লক্ষ টাকার চেক আঞ্চলিক পরিচালকের নিকট তুলে দেন।
কারিতাস মোবাইল টেকনিক্যাল ট্রেনিং কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান
