স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল গামী রড ভর্তি একটি ট্রাক গোয়ালবাথান এলাকায় পৌছালে দুবৃর্ত্তরা চলন্ত ট্রাকে আগুন লাগিয়ে দেয়। এ সময় মুহূর্তের মধ্যে চলন্ত ট্রাকটিতে (ঢাকা মেট্্েরা-ট ২২-৭৪০৮) আগুন ছড়িয়ে পড়ে। অল্পের জন্য চালক ও সহকারী প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই ট্রাকের বিভিন্ন অংশ পুড়ে যায়। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে ট্রাকটি উদ্ধার করে থানা পুলিশ পরে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তদন্ত করে দোষীদের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।