Daily Gazipur Online

কালিয়াকৈরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের মর্মস্পশী উপলব্ধির আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে বিশেষ আলোচনা সভা ” স্মরণে মুজিব ” অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলা মিলনায়তনে বিডিইউ এর ছাএলীগের আয়োজনে মির্জা আবু সাঈমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম পিইন্জ। বিডিইউ এর ছাএ লীগের সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাওার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়।
বিডিইউ এর ছাএলীগের সহ সভাপতি হাসিবুল আলম প্লাবন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান বাপ্পি,যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাছান তুষার। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সহ ছাত্রছাত্রীবৃন্দ।