কালিয়াকৈরে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
73
728×90 Banner

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ “সমবায়ে গড়ছি দেশ “স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা ও নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর বাজার বনিক সমবায় সমিতির সভাপতি হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক হারুন অর রশিদ।
কালিয়াকৈরে উপজেলা সমবায় পরিদর্শক মোহাম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা সমবায় অফিসার সাবিরা খান।
তিনি বলেন সমবায়ের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্যতা দূরীকরণ, কৃষিকাজ, মৎস্য চাষ , পশু পালন,দুগ্ধ উৎপাদন, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণদান , জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন করা। সমবায়ের মাধ্যমে জনগনকে দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করে আত্মনির্ভরশীল করা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here