জাকির সিকদার : গাজীপুরের কালিয়াকৈরে গরমে অতিষ্ঠ দিনমুজুর শ্রমিকদের মাঝে পানি সরবরাহ করেন স্থানীয় কালিয়াকৈর পাবলিক গ্রুপের এডমিন নব রহমানের উদ্যোগে। ফেইসবুক ভিত্তিক কালিয়াকৈর পাবলিক গ্রুপের এডমিন নব রহমান বলেন, সারা দেশের ন্যায় গড়মের অতিষ্ঠ মানুষের জন্য আমরা প্রথম দিনে এক হাজারেরও বেশি পথযাত্রীদের ঠান্ডা পানি পান করাই। আমাদের পাশে দ্বিতীয় দিনে কালিয়াকৈরে পাবলিক গ্রুপের এডমিনের সাথে যুক্ত হয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হাজী হারিছ ভাই। সবার কাছে গ্রহনযোগ্য সহানুভূতি প্রদর্শন পূর্বক পানি সরবরাহ করা সামাজিক সংগঠন পাবলিক গ্রুপের সদস্য সহ অনেকে।
আপনিও চাইলে অসহায় মানুষের দূর্বিষহ জীবনের কষ্টের গরমে অতিষ্ঠ শ্রমিকদের পাশে সহযোগী হতে পারবেন বলে এডমিন নব রহমান জানিয়েছেন। তিনি আরও বলেন, দেশের মানুষের মধ্যে শরবত বিতরন নেক ও দোয়ার কাজ।মানব সেবার নিয়োজিত আমরা সব সময়ে কালিয়াকৈরে। আমরা গত রমজানের মধ্যেই গরিব এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে ইফতার পার্টির মত সহযোগী করে আসছি।
এখানে ৪০ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ট্রেনের লোহার পাত, সড়কের পেইজ ঢালাই,উৎলে উঠে।
এত গরম ছিলো বিধায় শ্রমিকদের অসুস্থতা রক্ষার জন্য এ মানবিক সংগঠন কাজে নেমে পড়েন তিন ধরে।
প্রথম দিনের ও দ্বিতীয় দিনে শত শত মানুষের মধ্যে শরবত ও ঠান্ডা পানি সরবরাহ করেন।
কালিয়াকৈর পাবলিক গ্রুপ নাে এক মানব সেবী ফেইসবুক বন্ধু সহযোগিতার গড়মে ঠান্ডা পানিয় শরবত বিতরন করেছে। কালিয়াকৈরে বিভিন্ন সড়কে নিজস্ব পরিবহন ভ্যান গাড়িতে এ পানি পদযাত্রীদের খাওয়ানো হয়।গত ২/৩ দিন ধরে স্থানীয় যুবকদের উদ্যোগে অতিষ্ঠ শ্রমিকদের মাঝে এ পানি বিতরন করতে দেখা গেছে।
এতে মানবিক সহায়তায় হাত বাড়িয়েছেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হাজী হারিছ ভাই, পাবলিক গ্রুপের সদস্য সহ অনেকে।