কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নবম শ্রেণীর শিক্ষার্থীকে নিয়ে লাপাওা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন ঢাকা জেলার ধামরাই থানার জামিরাবাড়ী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মো রতন আলী (৪৭), তিনি ফেব্রুয়ারি ২০২৩ ইং মাসের ৭ তারিখে সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে, পরে তিনি ৩ মাস ধরে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার তিনি মেডিকেল ছুটি নেয়। ২৬ই নভেম্বর রবিবার সকালে নবম শ্রেণীর শিক্ষার্থীকে নিয়ে লাপাওা হন।
শিক্ষার্থী হলেন উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাটুরিয়া চালা ভূইয়াপাড়া গ্রামের মো :আলী আহম্মদের বড় মেয়ে মিস ইভা আক্তার (১৫)। তিনি নবম শ্রেণীর ব্যবসায়ী শাখার মেধাবী শিক্ষার্থী। ক্লাস রোল নং- ৩।
দশম শ্রেণীর শাওন মন্ডল, দিপা সরকার, নবম শ্রেণীর শিক্ষার্থী বর্ষা দে জানান, নবম শ্রেণীর শিক্ষার্থী ইভা আক্তারকে নিয়ে আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন স্যার পালিয়ে গেছে, স্কুলে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। স্কুলে আসতে ভয় করে। রতন স্যারের কঠিন শাস্তি দাবি জানাই এবং ইভা মেধাবী শিক্ষার্থী ওকে স্কুলে আবার দেখতে চাই।
এলাকা বাসী সামাদ মিয়া ও হারুনুর রশিদ জানান,ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে খুবই দুশ্চিন্তায় আছি । ইভাকে স্যার ফুসকিয়ে লোভ দেখিয়ে নিয়ে গেছে। এর কঠিন শাস্তি দাবি জানাই।
শিক্ষার্থী ইভা আক্তারের পিতা আলী আহমেদ জানান, ২৬ তারিখ সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রতন স্যার আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে।আমার মেয়েকে ফেরত চাই। স্যারের কঠিন শাস্তি দাবি জানাই।
সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার মল্লিক জানান, ঘটনাটি খুবই নিন্দা জনক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন স্যার এমন কাজে স্কুলের মান সম্মান সবই নষ্ট হচ্ছে । তার সম্পর্কে আমি কিছু জানি না। তার কোন খোঁজখবর ও বায়োডাটা আমার জানা নেয়।
বিদ্যালয়ের দাতা সদস্য শামীম আল রাজিব জানান, রতন স্যারের এমন ঘটনার কঠিন শাস্তি চাই ।যাতে এমন কাজ কেও না করতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, এটা ন্যাককার জনক ঘটনা। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিয়াকৈরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষার্থীকে নিয়ে লাপাওা
